টঙ্গিবাড়ীতে গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে হত্যা চেষ্টা।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জর টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের চাংগুরী গ্রামে সিঁদ কেটে ঘরে ঢুকে রমজান পাল (৪৫) নামে এক সনাতন ধর্মালম্বী ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এলাকাবাসী ওই ব্যাক্তিকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাহপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেলারেল হাসপাতালে প্রেরন করেন। রমজান পাল চাংগুরী গ্রামের সুনিল পালের ছেলে।জানগেছে, গত কাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে রমজান পাল তার নিজ বাড়ির শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। ওই ঘরের সিঁদ কেটে কয়েক জন অজ্ঞাতনামা ব্যাক্তি তাকে এলোপাথারী কুপাতে থাকে।রমজান পাল জানান, রাত ৩ টার দিকে কে বা কাহার আমার ঘরে সিঁদ কেটে ঢুকে আমাকে এলোপাতারি কোপ শুরু করে। আমি হাত দিয়ে ফিরাতে থাকি। এতে আমার হাতের বেশ কিছু আংশ কেটে গেছে। আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আজ্ঞাত ব্যাক্তিরা পালিয়ে যায়। সে আরো জানায়, সম্প্রতি আরো ৩ বার আমার বাড়িতে রাতের আধারে কে বা কাহারা সিঁদ কাটে। আমি থানায় গিয়েও তার কোন প্রতিকার পাইনি।রমজান পালের স্ত্রী মিতালী ঘোষ জানান, রাতে ঘরের সিঁদ কেটে ঘরে ঢুকলে আমি ওদের দেখে কে কে বললে ওরা আমাকে চুপ চুপ বলে ধমক দিয়ে আমার স্বামীকে এলোপাতারি কোপ শুরু করে। আমাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে আমার স্বামীকে হাসপাতালে নিয়ে যায়। আমরা এখন আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।প্রতিবেশী সাইফুল ইসলাম জানান, রাত ৩ টার দিকে চিৎকার শুনে এসে দেখি রমজান পালকে কারা যেন কুপিয়ে জখম করে চলে গেছে। এর আগেও তিন বার তার ঘরে সিঁদ কেটে তার ক্ষতি করার চেস্টা করে। তিনি আরো বলেন, একদিকে সাপের আতঙ্ক অন্য দিকে চোর ডাকতের আতঙ্ক আমরা এলকাবাসী এখন কোথায় যাবো আমরা অনেক আতঙ্কে আছি।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মোল্লা সোহেব আলী বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।