টঙ্গীবাড়িতে দখলের উদ্দেশ্যে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদীবাজারে দখলের উদ্দেশ্যে ৬ থেকে ৭ টি দোকানঘর জোরপূর্বক তালা ঝুলিয়ে দিয়েছে মাকহাটী গ্রামের সোহাগ সরকার নামের এক ব্যক্তি। এমনকি বাজারের একাধিক দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।সোমবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপরোক্ত অভিযোগ তুলে ধরেন দোকান মালিক ও প্রবাসী সাহাবুদ্দিন হালদার। এ সময় তিনি ভুমিদস্যু সোহাগ সরকার ও তার সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়েছে।লিখিত বক্তব্যে সাহাবুদ্দিন হালদার বলেন, মাকহাটী গ্রামের জনৈক সোহাগ সরকার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আলদীবাজারের ৬টি দোকানঘর দখল করে নেওয়ার পায়তারায় লিপ্ত। এরই অংশ হিসেবে দোকান মালিক ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের দোকানপাট ছেড়ে না দিলে খুন জখম করা হবে বলে হুমকি দিচ্ছে।
বর্তমানে সোহাগ সরকার ও তার লোকজন বাজারের ৬টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। ফলে দোকান খুলে বেচাকেনা করতে পারছে না ব্যবসায়ীরা।তিনি আরও বলেন, গত ৯ এপ্রিল বিকেলে সোহাগ সরকার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার মালিকানাধীন দোকানপাট জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে এসে দোকান খুলে দেয়। বর্তমানে দুলাল সরদার, ফালান হালদার, আক্কাস আলী কোতোয়াল, মহি হালদার ও ফার্মেসী ব্যবসায়ী বুলু ডাক্তারের দোকানঘরে তালা ঝুলিয়ে দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। বিষয়টি বাজার কমিটির নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করেছেন।এ প্রসঙ্গে সোহাগ সরকার বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়,মিথ্যা ও বানোয়াট।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।