ট্রাম্পের বিচার পেছানোর আবেদন খারিজ
অনলাইন নিউজ ডেক্স
জালিয়াতির মামলায় অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার পেছানোর জন্য আবেদন খারিজ করেছেন আদালত। বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আপিল কোর্টের পাঁচ সদস্যের বিচারক বেঞ্চ এ আপিল খারিজ করে দেন। খবর এপি\'র।
এর আগে সোমবার ম্যানহাটনের বিচারক আর্থার এনগোরোন ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে ঋণ পাওয়ার জন্য জালিয়াতির অভিযোগে দোষী বলে ঘোষণা করেন। এরপর মামলাটির শুনানির জন্য আগামী ২ অক্টোবর নির্ধারণ করা হয়। তবে অভিযোগের বিরুদ্ধে আপিলের ঘোষণা দেন ট্রাম্প।
২০২২ সালের সেপ্টেম্বরে জালিয়াতির অভিযোগে ম্যানহাটনের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করেন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। মামলায় অভিযোগ করা হয়, ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জালিয়াতি করে তাদের সম্পদের মূল্য বাড়িয়েছে। ট্রাম্পের সম্পদের মূল্য বাড়ানোর বিষয়ে আগে যা ধারণা করা হয়েছে, সম্পদের মূল্য তার চেয়ে অনেক বেশি।
লেটিটিয়া জেমস বলেছেন, তাদের মূল্যায়নে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প মিথ্যার আশ্রয় নিয়ে তার মোট সম্পদ বাড়িয়েছেন। ট্রাম্প ৮১ কোটি ২০ লাখ ডলার থেকে ২২০ কোটি ডলার পর্যন্ত সম্পদ অতিরিক্ত দেখিয়েছেন। অন্যদিকে ট্রাম্প ও অন্য আসামিদের দাবি, তারা কখনোই জালিয়াতি করেননি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।