ডিএসইতে ১০ কার্যদিবসে সর্বোচ্চ লেনদেন


শেয়ারবাজারে লেনদেন বেড়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২৪ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসইর এ লেনদেন গত ১০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি মাসের ৬ তারিখে ডিএসইতে ৫৪২ কোটি টাকা লেনদেন হয়েছিল। একক কোম্পানিতে হিসেবে ডিএসইতে ইউনিলিভার কনজুমার কেয়ারের ৫৩ কোটি টাকা লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১০ শতাংশের বেশি। এছাড়াও মঙ্গলবার ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে মূল্যসূচক বেড়েছে ২১ পয়েন্ট। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মঙ্গলবার ৩৯৪টি কোম্পানির ১৩ কোটি ১৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫২৪ কোটি ৫৬ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ১৭১টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪১ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৭ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইএস শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৯ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৬ লাখ ৪৯ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। শীর্ষ ১০ কোম্পানি: মঙ্গলবার ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- ইউনিলিভার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিচহ্যাচারি, ব্র্যাক ব্যাংক, সি পার্ল বিচ, ক্যাপিটেক গ্রামীণব্যাংক গ্রোথ ফান্ড, বিট্রিশ আমেরিকান ট্যোবাকো, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটোরিজ এবং ফরচুন সুজ। ডিএসইতে মঙ্গলবার যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, সিকদার ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, এসইএমএলআইবিবিএল শরিয়াহ ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি, এটলাস বাংলাদেশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও কপারটেক ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স, লিন্ডে বাংলা, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, মনোস্পুল পেপার, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ. বিআইএফসি, খান ব্রাদার্স পিপি, লিগ্যাসি ফুটওয়্যার ও জেমিনী সি ফুড।