ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপকার হবে শিক্ষকরাই- অসীম কুমার উকিল, এমপি।
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে শিক্ষকদেরই, কেন্দুয়া উপজেলায় ১৮১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বলেন এমপি অসীম কুমার উকিল।
নেত্রকোনার কেন্দুয়ায় সরকারী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি অসীম কুমার উকিল উপস্থিত থেকে আরো বলেন, স্মার্ট বাংলাদেশের রুপকার হবে শিক্ষকরাই। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত। এই শিশুদেরকে আপনাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ রুপান্তরে তাদের যুগোপযোগী করার জন্য অনুরোধ জানান।
নেত্রকোনার কেন্দুয়ায় স্মার্ট বাংলাদেশ বির্নিমানে রবিবার
(১২ মার্চ) বিকেলে কেন্দুয়া উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ১৮১ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দুয়া প্রাথমিক শিক্ষা অফিসার মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া আটপাড়া জাতীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল।
সহকারী শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঁইয়া, মো.তাজুল ইসলাম, কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. জামিরুল হক প্রমূখ।
এসময় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সাংবাদিক রাখাল বিশ্বাস, কেন্দুয়া উপজেলা প্রতিটি প্রাথমিকের ১৮১ জন প্রধান শিক্ষকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ল্যাপটপ বিতরণে উপস্থিত প্রাথমিকের প্রধান শিক্ষকগণ খুশি।
প্রধান শিক্ষক সজল কুমার সরকার তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কেন্দুয়া উপজেলায় প্রতিটি বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়ায় প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরো বলেন, আমরা ল্যাপটপ গুলি শিশুদের শিক্ষামূলক কাজে লাগাবো পাশাপাশি শেখ হাসিনার অঙ্গীকার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ রুপান্তরে আমাদের শিক্ষার্থীরা এই ল্যাপটপ ব্যবহার করে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।