তিতাসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.পারভেজ হোসেন সরকারকে মাটির সাত করার ফোন রেকর্ড ফাসের প্রতিবাদে তিতাসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. পারভেজ হোসেন সরকারকে মাটির সাত করার ফোন রেকর্ড ফাস ও ষড়যন্ত্র কারী কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.রৌশন আলী মাষ্টার ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ফোন রেকর্ড ফাসের প্রতিবাদে ৯ মে মঙ্গলবার বিকেলে হোমনা- গৌরীপুর সড়কের বাতাকান্দি বাস স্ট্যান্ড নামক স্থানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।তিতাস উপজেলা আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশে বক্তারা কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.রৌশন আলী মাষ্টার ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী,সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,জগতপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান, কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক মো.জালাল সরকার, মো.কবির সিকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।