তীরনই নদীতে আঁচলে বাঁধা দুই সন্তানসহ মায়ের লাশ
অনলাইন নিউজ ডেক্স
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আঁচলে বাঁধা দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাসুয়াডাঙ্গা গ্রামের তীরনই নদী থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। মঙ্গলবার থেকে তারা নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- কাসুয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা খাতুন (৩০), শিশুসন্তান শাওন (৮) ও সাফাত (৪)।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছেন, মঙ্গলবার দুই সন্তানসহ নাসিমা তীরনই নদীর ধারে ছাগল চড়াতে যান। দুপুরে তারা নদীতে গোসল করেছেন। সন্ধ্যার পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকালে নাসিমার শ্বশুর সামসুল হক তীরনই নদীর ধারে নাসিমাসহ তার দুই শিশুসন্তানের মরদেহ নদীর বালুর মধ্যে আটকে থাকা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় জেলেদের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। এ সময় নাসিমার শাড়ির আঁচল দিয়ে দুই শিশুসন্তানের শরীর বাঁধা ছিল।
রাণীশংকৈল থানার ওসি গুল-আমুল ইসলাম মণ্ডল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।