তৃতীয়বার প্রধান বিরোধী দলের আসনে বসছে জাতীয় পার্টি
অনলাইন নিউজ ডেক্স
ভোটের মাঠে আশানুরূপ সাফল্য না মিললেও ১১টি আসন নিয়ে টানা তৃতীয়বার জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জাতীয় পার্টি। দলটির প্রধান জিএম কাদের হবেন বিরোধীদলীয় নেতা। সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ কে হবেন, তা তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ঠিক করবেন।
রোববার অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয় এদিন। নির্বাচনে ২২২টি আসনে জয়ী হয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। দশম ও একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলে থাকা জাতীয় পার্টি এবার ১১টি আসনে জয়ী হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ১টি এবং বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি আসন পায়। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দুই নেতা আওয়ামী লীগের নৌকা নিয়ে জয়ী হন। এর বাইরে ৬২টি আসনে জয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা।
বিএনপিসহ বিরোধী বলয়ে থাকা দলগুলোর বর্জনের মধ্যে অনুষ্ঠিত এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে- এটা একরকম নিশ্চিতই ছিল। কিন্তু প্রধান বিরোধী দলের আসনে কারা বসছেন, তা নিয়ে ছিল নানা আলোচনা। স্বতন্ত্র প্রার্থীদের জয়ের পাল্লা ভারী হলে তারাই হবেন প্রধান বিরোধী দল- এমন আলোচনাও ছিল কোনো কোনো মহলে। তবে এ নিয়ে ভিন্নমতও রয়েছে সংবিধান বিশেষজ্ঞদের।
তাদের মতে, নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা যত বেশিই হোক না কেন, তাদের প্রধান বিরোধী দলের আসনে বসার বিষয়ে সংবিধানে কোনো কিছু বলা নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংসদের স্পিকারের। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট)-তে বলা হয়েছে, ‘বিরোধীদলীয় নেতা’ অর্থ স্পিকারের বিবেচনা মতে যে সংসদ-সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমতে দল বা অধিসংঘের নেতা।’
সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে ভোট করে জয়ী হয়ে এসেছেন, তাদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নানাভাবে জড়িত। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে দলই তাদের এমন সুযোগ করে দিয়েছে। নির্বাচনে জয়ী হলেও তারা কখনোই আওয়ামী লীগের বিরোধিতা করবেন না। বরং সরকারের সুনজেরই থাকতে চাইবেন। সেক্ষেত্রে আসন সংখ্যার বিচারে কার্যকর বিরোধী দলের আসনে বসার অধিকার কেবল জাতীয় পার্টিরই।
সংবিধানে সরকার গঠন করতে হলে সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে, এটা পরিষ্কারভাবে বলা আছে। যে দল রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ বলে প্রতীয়মান হবে, সেই দলের নেতাকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেবেন। আর সংবিধানে অনাস্থা ভোটের বিষয়ে বলা হয়েছে। এর বাইরে আর কিছু বলা নেই। তবে প্রথা বা রেওয়াজ হচ্ছে সরকারি দলের পর যে দল সংখ্যাগরিষ্ঠ, সেই দলই বিরোধী দল হবে এবং সেই দলের নেতা বিরোধী দলের নেতা হবেন। সেখানে তাদের কতটি আসন থাকতে হবে, এরকম কোনো বিষয় নেই।
তবে ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একাই পেয়েছিল ২৯৩টি আসন। আর বিরোধী ছোট ছোট কয়েকটি দল মিলে পেয়েছিল বাকি সাতটি আসন। সেসময় এসব দল যৌথভাবে বাংলাদেশ জাতীয় লীগের আতাউর রহমান খানকে তাদের নেতা উলেখ করে বিরোধী দলের নেতার মর্যাদা দেওয়ার জন্য স্পিকারের কাছে আবেদন জানান। যদিও তাদের এই দাবি আমলে নেওয়া হয়নি তখন।
জানতে চাইলে এ প্রসঙ্গে সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সোমবার বলেন, বিরোধী দলের আসনে কারা বসবেন, তা স্পিকার ঠিক করবেন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে তাকে এই ক্ষমতা দেওয়া আছে।
এদিকে সোমবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিরোধী দল কারা হবে- এমন প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর বিরোধী দল কারা, তা জানা যাবে। ইতোমধ্যে বিরোধী দল জাতীয় পার্টির তো অনেকেই জিতেছেন, ১৪ দলেরও দুইজন জয়ী হয়েছেন। যিনি লিডার অব দ্য হাউজ হবেন, তিনি এ ব্যাপারে পরিস্থিতি, বাস্তবতা, করণীয় চিন্তা করে অবশ্যই সিদ্ধান্ত নেবেন।
একই দিন রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রধান বিরোধী দলের আসনে বসা প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সংসদের প্রধান বিরোধী দল কে হবে, তা আমি এখন বলতে পারব না। তবে আইন অনুযায়ী যা হওয়ার, তাই হওয়া উচিত। স্বতন্ত্র প্রার্থীদের একটি বড় অংশ জয়ী হয়েছে। এরপর আমরা (জাতীয় পার্টি) আছি। স্বতন্ত্ররা তো দলীয় না। স্বতন্ত্র দিয়ে তো কোনো বিরোধী দল হয় না, তাদের দলে যোগ দিতে হবে। জিএম কাদের আরও বলেন, ৫টি হোক, ১০ টি হোক- নৌকার বিপক্ষে এখন পর্যন্ত লাঙ্গল আছে, এ পর্যন্তই জানি। আমরা সংসদে যেতে চেয়েছি, যে কয়টা আসনই হোক পেয়েছি। তবে নির্বাচন ভালো হয়নি। এখন আমরা বসে পরবর্তী করণীয় ঠিক করব।
আওয়ামী লীগের সঙ্গে মহাজোট গঠন করে জাতীয় পার্টি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন করে। ওই নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সরকারেরও অংশীদার হয় তারা। প্রধান বিরোধী দলের আসনে তখন ছিল বিএনপি। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা দুইবার প্রধান বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। এবারের নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। এর মধ্যে ১১টিতে জয়ী হন তারা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।