দর্শকদের নিয়ে ভারতীয় তরুণীর বিস্ফোরক মন্তব্য


নেদারল্যান্ডসে খেলতে গিয়ে কুনজরে পড়েছেন ভারতীয় নারী দাবাড়ু দিব্যা দেশমুখ। দর্শকরা তার খেলার চেয়ে রূপ নিয়ে বেশি মত্ত। ১৮ বছর বয়সি এই নারী খেলোয়াড়ের অভিযোগ- খেলা নয়, তার রূপ নিয়ে বেশি চর্চা হচ্ছে। প্রতিযোগিতায় ১৩ জনের মধ্যে ১২ নম্বরে শেষ করেছেন দিব্যা। প্রতিযোগিতা শেষ হতেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন দিব্যা। তরুণ দাবাড়ু বলেন, ‘আমি অনেক দিন ধরেই এ বিষয় নিয়ে কথা বলব ভাবছিলাম। অপেক্ষা করছিলাম এ প্রতিযোগিতাটা শেষ হওয়ার। অনেকেই আমাকে বলেছেন এবং আমি নিজেও দেখেছি কিভাবে নারী দাবাড়ুদের খেলাকে গুরুত্বহীনভাবে দেখা হয়। আমাদের কেমন দেখতে সেটা দর্শকের কাছে বেশি আলোচনার বিষয় হয়ে যায়।’ দিব্যা আরও বলেন, ‘এখানে বেশ কিছু ম্যাচ এমন খেলেছি, যা নিয়ে আমি গর্বিত; কিন্তু সেসব নিয়ে কথা হয় না। দর্শক দেখে আমি কী পরেছি, আমার চুল কেমন, আমি কিভাবে কথা বলি; কিন্তু এসব জিনিস গুরুত্বহীন। আমি কেমন খেলি সেটা গুরুত্বপূর্ণ। দর্শক সেটা দেখে না। আমার এগুলো শুনে খারাপ লেগেছে।’ দিব্যা আরও বলেন, ‘আমার সঙ্গে যদি কোনও ছেলে খেলোয়াড়ের সাক্ষাৎকার নেওয়া হয়, তার সঙ্গে খেলা নিয়ে কথা বলা হয়; কিন্তু মেয়েরা যেন খেলে না। তাদের সঙ্গে কথা বলা হয় রূপ নিয়ে। এটা হওয়া উচিত নয়। আমার মতে মেয়েদের সমান প্রাধান্য পাওয়া উচিত।’