দেশ বাচাঁতে বিএনপির জন্ম রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়নে সাংগঠনিক আলোচনা সভায় রেজু
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপির উদ্যগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র আয়োজনে কেন্দ্রীয় বি এন পি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০শে নভেম্বর উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে বেলা ১১টা থেকে শুরু হয় এ সাংগঠনিক আলোচনা সভা।
আত্রাই উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিগত উপনির্বাচনে নওগাঁ -৬(আত্রাই -রাণীনগর)বিএনপি মনোনীত প্রার্থী ও সভাপতি আত্রাই উপজেলা বিএনপি
শেখ রেজাউল ইসলাম রেজু । প্রধান অতিথি র বক্তৃতায় তিনি বলেন দেশের ক্রান্তিলগ্নে বিএনপি জন্ম নিয়েছিল দেশের কল্যাণে কাজ করেছে জাতীয়তাবাদি শক্তি।
দেশ বাচাঁতে জন্মনেওয়া বিএনপি বলিষ্ঠ নেতৃত্ব ও বাস্তবতায় বিশ্বাস করে, তিনি আরো বলেন দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবী দেশ ও জাতির কল্যানে।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর,
আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ
যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল মোঃ খোরশেদ আলম, সেচ্ছাসেবক নেতা লোটাস,আজাদ,তুষার ও
ছাত্র নেতা নসিব, সেন্টু, পাপ্পু সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।