কলারোয়ার কৃতি সন্তান দুলাল চন্দ্র গাইনের পিএইচডি ডিগ্রী লাভ


সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অন্তর্গত অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধীনে দুলাল চন্দ্র গাইন কে তাহার রচিত বাংলাদেশে প্রতিষ্ঠানিক চারুকলা শিক্ষা-১৯৪৮-১৯৮৭ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়েছে। গত ৩০জানুয়ারী অনুষ্ঠিত সিন্ডিকেট সভার আদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক তথ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা ও দপ্তরকে অবগতি করেছেন।কলারোয়ায় ইউসিসি লিঃ এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতজুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়া উপজেলা ইউসিসি লি: এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, সমবায় অফিসার সৈয়দ হোসেন, প্রাণীসম্পদ অফিসার সাইফুল ইসলাম, ইউসিসি এর সাবেক সভাপতি রকিব উদ্দীন, মশিয়ার রহমান বাবু, নুরুল ইসলাম, মনোয়ারা বেগম, উপজেলা পল্লীউন্নয়ন অফিসার এসএমএ সোহেল, মাঠ সহকারী শ্রী অশোক কুমার রায়, তাজুমুজ্জামান, জুনিয়ার অফিসার (হিসাব) রাসেল রানা, সহকারী হিসাবরক্ষক শেখ সাজিদুল হক প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা বিআরডিবির প্রধান পরিদর্শক মফিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ১৪৭জন কর্মকর্তারাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।কলারোয়ায় পৌর আ.লীগের ওয়ার্ড নেতৃবৃন্দের মতবিনিময় সভাজুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় পৌর আ.লীগের ওয়ার্ড নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মাস্টার মনিরুজ্জামান বুলবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-আ.লীগনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, অধ্যাপক ইউনুচ আলী খান, লিয়াকত আলী, পৌর সভার প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু, আকিমুদ্দিন আকি, আ.লীগনেতা মফিজুল ইসলাম, নির্মাল কুমার, আবু বকর সিদ্দিক লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, উপজেলা যুবলীগনেতা মাসুমুজ্জামান মাসুম,পৌরসভার ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, দিপক কুমার ঘোষ, আ.লীগনেতা আব্দুল মমিন, কৃষকলীগের সভাপতি রিপন হোসেন, যুবলীগনেতা নয়ন হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের আ.লীগনেতৃবৃন্দ।