নওগাঁয় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু।
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
নওগাঁ সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
অনুষ্ঠানের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার উপ-পরিচালক খন্দকার মো. মাহাবুবুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর উপ পরিচালক মু.জাবেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, নওগাঁ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের জেলা কমান্ড মোহাম্মদ রাফি উদ্দিন জাকারিয়াসহ সদর উপজেলার সকল আনসার বাহিনীর সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, মাদকের বিস্তার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশদের সজাগ থাকতে হবে। কারণ একটি গ্রামে কে মাদক বিক্রি এবং সেবন করে এটা গ্রাম পুলিশের জানা খুবই সহজ। এজন্য সবার আগে মাদকের বিস্তার রোধে গ্রাম পুলিশদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নির্বাচনের মত গুরুত্বপূর্ণ একটি কাজে আনসার বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। গ্রাম পুলিশদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। আজকের এই প্রশিক্ষণ তারই একটি অংশ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।