নওগাঁয় দুইদিন ব্যাপী কৃষিঋণ মেলার উদ্বোধন।


নওগাঁয় দুইদিন ব্যাপী কৃষিঋণ মেলা ২০২৪ শুরু করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ আডিটোরিয়ামে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনের দুইদিন ব্যাপী এ মেলা উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কৃৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যগ্ম পরিচালক জুলকার নাইমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের প্রতিনিধি, সাধারণ কৃষক ও সুশীল সমাজের লোকজন। মেলায় ১২টি স্টলে মোট ৩৬ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।