নওগাঁয় দুইদিন ব্যাপী কৃষিঋণ মেলার উদ্বোধন।
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
নওগাঁয় দুইদিন ব্যাপী কৃষিঋণ মেলা ২০২৪ শুরু করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ আডিটোরিয়ামে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনের দুইদিন ব্যাপী এ মেলা উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কৃৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যগ্ম পরিচালক জুলকার নাইমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের প্রতিনিধি, সাধারণ কৃষক ও সুশীল সমাজের লোকজন। মেলায় ১২টি স্টলে মোট ৩৬ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।