নওগাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ডিম দোকানীদ্বয়কে জরিমানা।


নওগাঁয় ডিমের দাম বেশি রাখায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১২ আগস্ট) দুপুরে পৌর ডিম বাজারে অভিযান চালিয়ে দুই ডিম দোকানীকে ৩ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ। এসময় তিনি জানান, নির্ধারিত দামের থেকে ফ্রার্মের মুরগীর ডিমের দাম বেশি রাখায় তাদের জরিমানা করা হয়েছে। সাথে সতর্ক করা হয়েছে পুনঃরায় দাম বেশি রাখলে এর থেকেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মূল্য তালিকা না থাকায় পৌর চাউল বাজার এলাকায় তিনটি মুদি দোকানে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোট পাঁচটি অভিযান চালিয়ে তাদের ৯ হাজার ৫’শ টাকা জরিমান আদায় করা হয়েছে। তিনি আরও জানান, ভোক্তারা যেন পণ্য কিনে হয়রানির শিকার না হয় তার জন্য প্রতিটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লিফলেট বিতরণ করা হয়। অভিযানে নওগাঁ সদর পুলিশের একটি চৌকস টিম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।