নওগাঁর আত্রাইয়ে পরিত্যক্ত অবস্থায় রিভলভার ও গুলি উদ্ধার
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাই উপজেলার অদূরে নগেন্দ্রনগর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা।
এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় রাত দেড়টার টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগেন্দ্রনগর গ্রামের জনৈক সমের উদ্দিনের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার ও রিভালভারের দুই রাউন্ড গুলি উদ্ধার করেন তাঁরা। রিভলভারের গায়ে ইংরেজিতে বার্মা লেখা রয়েছে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, শনিবার ভোর রাতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত রিভলভার থানায় জমা দিয়েছেন। এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।