নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে পুকুর খননের অপরাধে অর্থদণ্ড
অনলাইন নিউজ ডেক্স
নওগাঁর নিয়ামতপুরে ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রুপম কুমার দাস।
দণ্ডপ্রাপ্ত আসাদুর রহমান রাজাপুর এলাকার বাসিন্দা।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে ইউএনও রুপম কুমার দাস বলেন, ফসলি জমি নষ্ট করে অননুমোদিতভাবে মাটি বিক্রি ও যত্রতত্র পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।