নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী আজ পিতৃভূমি কেন্দুয়ায় নানা আয়োজন শহীদ স্মৃতি বিদ্যাপীঠের
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
বাংলা সাহিত্যের জননন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্র ও নাট্য নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী আজ সোমবার (১৩ নভেম্বর)। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নানারকম কর্মসূচির আয়োজন করেছে হুমায়ূন আহমেদের পিতৃভূমি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, অন্যান্য বছরের মতো এ বছরও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হুমায়ূন স্যারের ৭৫তম জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করেছি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে হুমায়ূন আহমেদ স্যারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। তিনি আরও বলেন, কুতুবপুর একটি প্রত্যন্ত পল্লী এলাকা। কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় সুদীর্ঘকাল থেকে শিক্ষা বঞ্চিত ছিল এই এলাকার মানুষ। তাই হুমায়ূন স্যার তাঁর মা আয়েশা ফয়েজের অনুরোধে এখানে একটি স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এবং অবশেষে ২০০৬ সালে মাত্র ৪৮ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে হুমায়ূন স্যারের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। বর্তমানে স্কুলটিতে ৩৪৮ জন ছাত্রছাত্রী এবং ১৮ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। প্রতিষ্ঠার এক যুগ পর ২০১৯ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত করে সরকার।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।