নাটোরে আ.লীগ নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর রহমান মঞ্জুর হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৬ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর ঠাকুরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার(১৭ জুলাই) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামি মো. স্বপন আলী (৩৮) উপজেলার বিরোপাড়া এলাকার মৃত পিয়ার আলীর ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লালপুর উপজেলায় একটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর রহমান মঞ্জুর হত্যা মামলার ৪ নম্বর পলাতক আসামি মো. স্বপন আলীকে (৩৮) গোপালপুর ঠাকুরবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাসি চালিয়ে তার কাছ থেকে লোহার তৈরি একটি রিভলবার, একটি গোলাকার চাকতি আকৃতির ম্যাগাজিন এবং রিভলবার\'র ৭ রাউন্ড গুলি উদ্ধারের পর জব্দ করা হয়।
উল্লেখ্য: গত ৩০ মে মঙ্গলবার রাত ১১টার দিকে আওয়ামীলীগ নেতা মনজুর রহমান মঞ্জু আজিমনগর রেলস্টেশন এলাকার রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ ৫/৬ জন লোক এসে মঞ্জুর মাথায় এবং পেটে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আওয়ামী লীগ নেতা মঞ্জুর মৃত্যু হয়। এ ঘটনার পর নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে লালপুর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১৫ জন আসামি করে মামলা দায়ের করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।