নাটোরে এসডিজি বাস্তবায়নে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা


এসডিজি বাস্তবায়নে নাটোরে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে অনিমা চৌধুরি অডিটেরিয়ামের জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আখতার হোসেন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (এসডিজি) মো. মনিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান,নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, বড়াইগ্রামম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মারিয়াম খাতুন, সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারসহ সরকারী কর্মকর্তারা।