নাটোরে তিন বাসে দুবৃত্তদের আগুন
অনলাইন নিউজ ডেক্স
নাটোর বনপাড়া বাজারে পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলস নামে তিনটি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার(২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে বনপাড়া বাজার এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে বনপাড়া বাজারে
পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা পর পর তিনটি জিএম ট্রাভেলসে বাসে আগুন দেয় দুবৃত্তরা। এসময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে
প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেন। এতে তিনটি বাস পুরোপুরি আগুনে পুড়ে যায়।
বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার
আকরামুল হাসান তুষার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় তিনটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তিনটি বাসের ভিতরের অংশে পুরোপুরি পুড়ে যায়।
বড়াইগ্রাম থানার কর্মকর্তা ওসি মো. শফিউল আযম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।