নাটোরে নারী অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে ত্রৈ-মাসিক সংলাপ
অনলাইন নিউজ ডেক্স
নাটোরে নারী অধিকার ও অন্তর্ভূতমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজের (যুক্ত) স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে উপজেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নাটোর বড়হরিশপুর ডাসকো ফাউন্ডশনের কার্যালয়ের হলরুমে এ ত্রৈ-মাসিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে বিস্তারিত আলোচনা করেন- সদর উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন।
নিরাপদ পানির সমস্যা, স্বাস্থ্যসম্মত টয়লেট, হাতধোয়া বিষয়ক, বর্জ্য
ব্যবস্থাপনা, নলকূপ স্থাপন ও পানি পরিক্ষা ফি সর্বক্ষণ সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সংলাপে উপস্থিত ছিলেন-ডাসকো ফাউন্ডেশন\'র ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম, এফএফ সুনীল কুমার রায়সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা সিএসও সদস্য, ইউনিয়ন এবং গ্রাম সিএসওসহ নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।