নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে ঢাকা-বনপাড়া-নাটোর মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মুনির হোসেন জানান, শনিবার রাত দেড়টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটির সামনের অংশ দুমড়েুমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়া বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ও বনপাড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। আহতদের নাটোর হাসপাতাল এবং বনপাড়া ও আহম্মেদপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মুনির হোসেন বলেন, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।