নাটোরে সাবেক মেয়র ও চেয়ারম্যানসহ আ.লীগের ৩৩ নেতাকর্মী গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
নাশকতা সৃষ্টির আশঙ্কা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোর জেলায় ৭ থানায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে সাবেক মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩৩জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৯ নভেম্বর) দিনগত রাতে নাটোর জেলার ৭ উপজেলা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নাটোর সদর উপজেলার ৫ নং হরিশপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও সভাপতি মোঃ ওসমান গণি ভূঁইয়া (৬৯), বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক সরদার, নলডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো, সাহেব আলী, সিংড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম রেজা, লালপুর উপজেলার মাঝগ্রামের আমজাদ প্রামাণিকের ছেলে মুসা আলী, জামরুল ইসলাম, নাওদাড়া গ্রামের মৃত রহমানের ছেলে আমিরুল, রামকৃষ্ণপুরের মিরাজ মালিথার ছেলে রিপন আলী।
নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, গতরাতে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মামলা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।