না ফেরার দেশে ওস্তাদ রশিদ খান
অনলাইন নিউজ ডেক্স
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন। মুত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৬ বছর। মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি থাকা এই জনপ্রিয় শিল্পীর শারীরিক অবস্থা হঠাৎ করে খারাপ হয়। তাই মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালেই চিকিৎসকরা আইসিইউতে ভেন্টিলেশনে নিয়েছিলেন রশিদ খানকে। সেখানেই মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ তিনি। স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে রেখে গেছেন এই সংগীতশিল্পী।
ক্যানসার সংক্রমণ ছড়িয়ে পড়ায় বোন ম্যারো প্রতিস্থাপনও করা হয়েছিল। তারপর থেকেই শুরু হয় একাধিক সমস্যা। মাঝেমধ্যেই প্লাটিলেট নেমে যেত। প্লেটলেট নিতে ভর্তি হতেন হাসপাতালে। গত ২১ নভেম্বর স্ট্রোক হয়। ফের ভর্তি করানো হয় তাকে। তখন থেকেই আইটিইউ-তে ছিলেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে অবস্থা এতটাই অবনতি ঘটে, যে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। সংকট কাটছিল না।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে রশিদ খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর খোঁজ নিয়ে তিনি বেরিয়ে আসেন হাসপাতালের বাইরে। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন।
এর পরেই রশিদের চিকিৎসক জানান, এত দিন হাসপাতালে থাকার ফলে সংক্রমণ হয়েছিল। তাকে ভেন্টিলেশনে পাঠাতে হয়। আর ‘রিভাইভ’ করতে পারিনি। ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
ওস্তাদ রশিদ খান ১৯৬৮ সালে ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্মগ্রহণ করেন। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন এ ঘরানারই আর এক দিকপাল ওস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রশিদের দাদু। রশিদ তার মামা গোয়ালিয়র ঘরানার ওস্তাদ গোলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন।
রশিদ খান শাস্ত্রীয় সংগীত পরিবেশন করলেও বলিউড ও টালিউডের অনেক সিনেমায় জনপ্রিয় গান গেয়েছেন। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী। ওস্তাদ রশিদ খান ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন। এ ছাড়াও ২০১২ সালে বঙ্গভূষণ পুরস্কার লাভ করেন এই শিল্পী।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।