নির্বাচনি প্রচারণা শুরু করছেন নওয়াজ শরিফ
অনলাইন নিউজ ডেক্স
আগামী ১০ নভেম্বর থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ সময়ে তিনি দেশটির সব প্রদেশে সফর করবেন।
জিয়ো নিউজ জানিয়েছে, মঙ্গলবার নিজ বাসভবনে প্রথম দলীয় মিটিংয়ে সশরীরে সভাপতিত্ব করেছেন নওয়াজ।
ওই বৈঠকে তিনি বলেছেন, যদি আমরা ক্ষমতায় আসি তাহলে বিচারিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করব।
বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক আহসান ইকবাল গণমাধ্যমকে বলেন, আমাদের ইচ্ছা নওয়াজ শরিফ হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সাজানো ষড়যন্ত্র এবং মিথ্যা মামলায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলটির ইশতেহার প্রকাশের বিষয়েও আলোচনা করা হয় বৈঠকে।
আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নিয়ে লন্ডনে দীর্ঘ চার বছরের স্বেচ্ছা নির্বাসন ছেড়ে গত ২১ অক্টোবর দেশে ফেরেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
২০১৭ সালে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে উৎখাত হন এবং পরের বছর দুর্নীতির দুটো মামলায় তার ১৪ বছরের সাজা হয়। সে সাজা কমিয়ে পরে সাত বছর করা হয়।
কয়েক মাস কারাভোগের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাজনিত কারণে জামিন নিয়ে ২০১৯ সালের নভেম্বরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। তারপর থেকে নওয়াজ সেখানেই বসবাস করছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।