‘নিষিদ্ধ’ ভিনির জায়গায় কে খেলবেন, জানালেন কোচ


কোপা আমেরিকার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলে গ্রুপসেরা হতে পারত ব্রাজিল। কিন্তু ম্যাচটি ড্র করে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে তারা। একে হতাশাজনক ড্র, তার উপর সেই ম্যাচে হলুদ কার্ড দেখায় শেষ আটে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ মিস করতে হচ্ছে টুর্নামেন্টে দলের সর্বোচ্চ গোলদাতা ভিনিসিয়ুসকে। উরুগুয়ের বিপক্ষে কঠিন ম্যাচে একাদশে ভিনিসিয়ুসের জায়গা কে নেবেন, তা নিয়েই চলছিল জল্পনা-কল্পনা। তবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র সমর্থকদের কৌতূহল মিটিয়ে জানিয়ে দিয়েছেন, দলের তরুণ সেনসেশন এন্দ্রিকের উপর এই ম্যাচে আস্থা রাখতে যাচ্ছে ব্রাজিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ জানালেন, ‘আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছি না। তবে একজন খেলোয়াড় আছে যে নিজের সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছে, সুযোগের অপেক্ষায় আছে। এটা হতে পারে এন্দ্রিকের দিন।’ মাঠে এন্দ্রিকের সহজাত পজিশন নাম্বার নাইন। অন্যদিকে ভিনিসিয়ুস খেলেন লেফট উইঙ্গার হিসেবে। তাই ভিনিসিয়ুসের বদলে এন্দ্রিক একাদশে ঢুকলেও মাঠে ঠিক ভিনির জায়গা নেবেন না। তবে এন্দ্রিক যে পজিশনেই খেলুন না কেন, মাঠে তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে বলে জানান দরিভাল, ‘আমি মনে করি না এন্দ্রিক নির্দিষ্ট নাইন। তাকে আমি দেখছি স্বাধীনভাবে যে চারপাশে ঘুরে বেড়াবে। আমরা সেরা সমন্বয়ের কাছে আছি।’ তাই এন্দ্রিক যদি ফ্রি রোলে খেলেন, তাহলে রদ্রিগোকে তার পছন্দের উইংয়ে দেখা যেতে পারে। পালাবদলের মধ্যে থাকা ব্রাজিল সেরা সমন্বয় খোঁজার চেষ্টা করছে। শিগগিরই সেরা সমন্বয় খুঁজে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দরিভাল, ‘আমরা ২০টার মতন অনুশীলন করেছি একসঙ্গে। যতদিন যাচ্ছে উন্নতি করছি।’ উল্লেখ্য, রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ব্রাজিল।

সর্বশেষ :