নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত অন্তত ৬


নেপালের রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে নিখোঁজ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সকালের দিকে কাঠমান্ডুর উত্তরাঞ্চলে উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের মধ্যে পাঁচজনই মেক্সিকোর নাগরিক বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। নেপালের বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারতে ক্যাপ্টেন ছাড়াও পাঁচজন পর্যটক ছিলেন। তাদের কাঠমাণ্ডুতে নামার কথা ছিল। তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল বলেন, হেলিকপ্টারটি সোলুখুম্বু থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে উড়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মঙ্গলবার সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকার সরকারি প্রশাসক বসন্ত ভট্টরাই বলেছেন, উদ্ধারকারীরা পাঁচজনের মরদেহ শনাক্ত করেছে। আরও একজনের সন্ধান চলছে। হিমালয় অঞ্চলের এই দেশটির অনেক এয়ারলাইন্স প্রত্যন্ত পাহাড় ও মেঘে ঢাকা পার্বত্য অঞ্চলের ছোট ছোট বিমানবন্দর থেকে যাত্রীদের পরিবহন করে। যে কারণে দেশটিতে উড্ডয়ন ও অবতরণের সময় প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে।