পদ্মা সেতু প্রকল্পের সমাপনী ঘোষণা করতে মাওয়া আসছেন প্রধানমন্ত্রী।
অনলাইন নিউজ ডেক্স
শুক্রবার (৫ জুলাই) পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেল ৪ টার দিকে সমাবেশস্থলে আগমন করবেন তিনি।
এদিকে পদ্মা সেতুর নির্মাণকাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই দেশের কর্মীরা। তাঁদের বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে মাওয়া আসছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে স্থানীয় আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনগুলো। ৫ জুলাই পদ্মা সেতু কাজের পরিসমাপ্তি উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। তবে সুধী সমাবেশে সকলের অংশগ্রহণের সুযোগ থাকবে না।এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের মঞ্চসজ্জা ও নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ। এরই মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে মাওয়া প্রান্তে। সুধী সমাবেশের পূর্বে প্রধানমন্ত্রীকে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বরণ করে নেবে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।