পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু
অনলাইন নিউজ ডেক্স
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। ইসরাইলি সেনার দাবি- সশস্ত্র সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায় তারা।খবর রয়টার্সের।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেরিকো শহরের কাছে আকাবাত জাবর শরণার্থী শিবিরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর ১৭ বছর বয়সী জিব্রিল মোহাম্মদ কামাল আল-লাদার মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর তিনজনসহ আরও ছয়জন আহত হয়েছেন।
ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, সশস্ত্র সন্দেহভাজনরা সেনাদের লক্ষ্য করে গুলি চালালে তারা পাল্টা জবাব দেয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় কোনো সেনা আহত হয়নি। তবে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
ইসরাইল-ফিলিস্তিনি সংঘর্ষে চলতি বছর নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১০১ এ পৌঁছেছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।