পাকিস্তানের ৬ খেলোয়াড় বিশ্বকাপের পর বাদ পড়ছেন
অনলাইন নিউজ ডেক্স
বিশ্বকাপে যাচ্ছে-তাই পারফরমেন্স। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হারের পর ভারতের বিপক্ষে মামুলি সংগ্রহ উৎরে জয় পায়নি পাকিস্তান ক্রিকেট দল। এ নিয়ে ক্ষুব্ধ দেশটির ক্রিকেটভক্তরা।
টিম ম্যানেজমেন্টও কাঠগড়ায়। ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইতোমধ্যে মেজর সার্জারির কথা বলা হয়েছে। পাকিস্তান ক্রিকেট দলের ৬ খেলোয়াড় বিশ্বকাপের পর বাদ পড়ছেন। এ ঘটনায় খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ কাজ করছে।
বোর্ড চেয়ারম্যান মহসিন নাকবি বোর্ডের কর্তব্যাক্তি এবং সাবেক ক্রিকেটারদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে যে, ছয় জন যে বাদ পড়ছেন সেটি মোটামুটি নিশ্চিত। সূত্রটি বলছে, স্বজনপ্রীতির কারণে এসব খেলোয়াড়দের দলে নেওয়া হয়েছে।
বাবর আজমের নেতৃত্ব নিয়েও উদ্বেগ কাজ করছে। তার দুর্বল নেতৃত্ব ও টিমম্যাটদের মধ্যে তাকে ঘিরে অসন্তোষের কারণে অধিনায়কত্ব থেকে বাদ পড়তে পারেন বিশ্বসেরা এই ব্যাটার।
জিও নিউজের খবর, টি ২০ বিশ্বকাপে পরপর দুই ম্যাচে বাবর আজমদের অভাবনীয় হারের পর নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপে দলের সিনিয়র ম্যানেজার এবং নির্বাচক প্যানেলের সদস্য ওয়াহাব রিয়াজসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের ওপর কোপটা পড়তে যাচ্ছে। সম্ভাব্য বাদ পড়াদের তালিকায় রয়েছেন অবসর ভেঙে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম এবং ইফতেখার আহমেদ, আজম খান ও উসমান খান।
খবরে আরও বলা হয়, ম্যানেজার ওয়াহাব রিয়াজের প্রশ্রয়ে দলের তিনজন খেলোয়াড়ের একটি গ্রুপ পিসিবি কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করছে। এই খেলোয়াড়রা চাপ দিচ্ছেন তাদের সম্মানি বাড়ানোর জন্য। আর তাতে ইন্ধন রয়েছে ওয়াহাবের। বিশ্বকাপ শেষে অধিনায়ক বাবর আজম, প্রধান কোচ গ্যারি কারস্টেন, সিনিয়র ম্যানেজার ওয়াহাব রিয়াজ এবং সহকারী কোচ আজহার মেহমুদের প্রতিবেদনের ভিত্তিতে পাকিস্তান দলে পরিবর্তন আনবে বোর্ড।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।