পাপুয়া নিউগিনিতে ভূমিধসে চাপা পড়েছে ২ হাজারের বেশি
অনলাইন নিউজ ডেক্স
পাপুয়া নিউগিনিতে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে ২ হাজারের বেশি মানুষ চাপা পড়েছে। সোমবার দেশটির সরকার জানিয়েছে, উদ্ধার তৎপরতায় অসুবিধার কারণে এদের মধ্যে খুব কম মানুষেরই বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। খবর সিএনএনের
রোববার জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতেও চাপা পড়ার সংখ্যা দুই হাজারের বেশি বলে উল্লেখ করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। এর আগে সম্ভাব্য নিহতের সংখ্যা ৬৭০ জনের বেশি বলে জানিয়েছিল কেন্দ্রটি।
শুক্রবার গভীর রাতে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের ইয়াম্বালি গ্রামে ভূমিধসের এ ঘটনা ঘটে।ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে দেড় শতাধিক বাড়ি। এ সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিল।
ভূমিধসের এলাকাটি রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে। ভৌগোলিকভাবে দুর্গম এলাকায় অবস্থানের কারণে ভারী সরঞ্জাম এবং সাহায্য নিয়ে সেনারা বা ত্রাণ কর্মীরা পৌঁছাতে পারছে না।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।