পিকআপ থামিয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ


বগুড়ায় দুর্বৃত্তরা রাস্তায় পিকআপ থামিয়ে আগুন ধরিয়ে দেয়। রোববার রাতে শহরতলির এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ হামলার ঘটনা ঘটে। পিকআপটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। সোমবার বিকালে সদর থানার ইন্সপ্টের (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, রোববার রাতে চালক রতন হোসেন কলা কেনার জন্য জয়পুরহাটের আক্কেলপুর থেকে পিকআপ নিয়ে দুপচাঁচিয়া হয়ে শিবগঞ্জের দিকে আসছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছলে সেখানে কাঠের বেঞ্চ দেখতে পান। চালক পুলিশের চেকপোস্ট ভেবে পিকআপের গতি কমিয়ে দেন। এ সময় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত দৌড়ে এসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। এসআই রহিম রানা জানান, আগুনে পিকআপের কেবিন পুড়ে গেছে। চালক রতন হোসেন অক্ষত রয়েছেন। তার ধারণা, ভোটের রাতে আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। সোমবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযান চলছে।