ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি ভবন ও জায়গা দখলের অভিযোগ


ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি ভবন ও জায়গা দখলের অভিযোগ
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি নেতার নাম ব্যবহার করে সড়ক ও জনপদ বিভাগের নব-নির্মিত একটি ভবন দখল করার অভিযোগ উঠেছে। শুক্রবার(১৮ অক্টোবর) থেকে নতুন করে সরকারি আরো জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছে। স্থানীয় প্রভাবশালী বিএনপির নেতা নূর হোসেন মোল্লার বিরুদ্ধে ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতালের পাশে সড়ক ও জনপদ বিভাগের ভবন ও দুই পাশের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এদিকে, ঘটনার পর থেকে ভাঙ্গা সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে দখলমুক্ত করার জন্য মৌখিক ও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির নেতা নূর হোসেন মোল্লা কোন কিছুর তোয়াক্কা না করে সরকারি ভবনসহ আরো জায়গা দখল করে দোকান ঘর তৈরি করছেন। জানা গেছে, সড়ক বিভাগের পক্ষ থেকে সরকারি ভবন ও জায়গা দখল মুক্ত করার জন্য বিএনপির নেতা নুর হোসেন মোল্লাকে চিঠি দেওয়া হয়। কিন্তু তাদের কথা ও চিঠির কর্ণপাত না করে সরকারি ভবন দখল করে দোকান ঘর নির্মাণ ও সরকারি জায়গা দখল করে টিনের ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। গত ২২ আগস্ট চিঠি দিয়েও কোন কাজ হচ্ছে না। চিঠির অনুলিপি ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভাঙ্গা থানার ওসি চিঠির কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে জানাগেছে। সরেজমিনে দেখা যায়, ভাঙ্গা-টেকেরহাট মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড ও হাসপাতালের পাশে সাইড অফিস হিসাবে ব্যবহারের জন্য প্রায় এক বছর ধরে ছোট একটি ভবন নির্মাণ করেছিলেন সড়ক ও জনপদ বিভাগ। ভবনের কাজ প্রায় শেষের দিকে। কিন্তু গত ১৮ আগস্ট স্থানীয় বিএনপি নেতা নূর হোসেন মোল্লা সরকারী ভবনটি দখল করে সাইনবোর্ড টানিয়ে দেয়। এরপর ভবনের কিছু অংশ ভেঙে চারটি দোকান ঘর নির্মাণ করেন। গত ১৮ অক্টোবর ওই বিএনপির নেতা সরকারি আরো জায়গা দখল করে একটি টিনের ঘর নির্মাণ করছেন। এ ব্যাপারে ভাঙ্গা সড়ক ও জনপদ বিভাগের অফিস সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন,ভাঙ্গা সড়ক ও জনপদ বিভাগের জায়গায় সাইড অফিস হিসেবে একতলা ভবন নির্মাণ করা হয়। সরকার পরিবর্তনের পর নূর হোসেন মোল্লা বিএনপির নেতা পরিচয় দিয়ে আমাদের ভবনটি দখল করে সাইনবোর্ড টানিয়ে দেয়। এরপর ভবনটির কিছু অংশ ভেঙ্গে ৪টি দোকান ঘর নির্মাণ করেন। আরো কিছু জায়গা দখল করে টিনের ঘর নির্মাণ করছেন। তাকে মৌখিকভাবে নিষেধ করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে কিন্তু কোন কিছুতেই তিনি কর্ণপাত করছেন না। স্থানীয়রা জানান,নূর হোসেন মোল্লা একজন ভূমিদস্য,ভাঙ্গা থানার পিছনে ও বাজারের ভিতরে সরকারি অনেক জায়গা নিজের দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এ ব্যাপারে অভিযুক্ত বিএনপির নেতা নূর হোসেন মোল্লা বলেন, ওই জায়গায় আমরা প্রায় ৬০ বছর ধরে দোকান ঘর তুলে ভোগ দখল করে আসছি । সড়ক ও জনপদ বিভাগের লোকজন আমার জায়গা দখল করে তারা অফিস বানিয়েছে। জায়গা যেহেতু আমার, সেহেতু ভবনটিও আমার। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, নূর হোসেন মোল্লা উপজেলা বিএনপির সদস্য। তার বিরুদ্ধে জায়গা দলখের বিষয়ে আমার জানা নেই। তবে এটা দলীয় কোন বিষয় নয়। এটা তার ব্যক্তিগত এবং সরকারি বিষয়। এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত এ খোদা বলেন, ভাঙ্গা সড়ক ও জনপদ বিভাগের কোন চিঠি এখন পর্যন্ত পাইনি, হয়তো অফিসে দিয়ে যেতে পারে। তবে সরকারি ভবন ও জায়গা দখলকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ভাঙ্গা সড়ক ও জনপদ বিভাগের মাদারীপুর জোনের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম বলেন, আমাদের সড়ক ও জনপদ বিভাগের জায়গার উপর একটি একতলা ভবন নির্মাণ করা হয়। অফিসের টাকায় আমাদের সাইড অফিসের জন্য ভবনটি নির্মাণ করা হয়। আগষ্টের শেষের দিকে বিএনপির এক নেতা পরিচয়ে আমাদের নির্মিত ভবনটি দখল করেন। সেই ভবনের সামনের অংশ ভেঙে তিনি চারটি দোকান তৈরি করেছেন। তিনি নতুন করে আমাদের জায়গা দখল করে আরেকটি টিনের ঘর নির্মাণ করছেন। এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। 3:08 PM