ফারিহার হ্যাটট্রিকের পরও বিশাল ব্যবধানে হার


ফারিহা ইসলামের হ্যাটট্রিকের পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল রানের ব্যবধানে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় ৫৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬১ রান করে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। দলের হয়ে ৩০ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করেন জর্জিয়া ওয়ারহাম। এছাড়া ৩৪ বলে ৪৭ রান করেন ওপেনার গ্রেস হ্যারিস। ২২ বলে ২৯ রান করেন অ্যালিসা পেরি। বাংলাদেশ দলের হয়ে ফারিহা ইসলাম ৪ ওভারে ১৯ রানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন এই পেসার। তার প্রথম হ্যাটট্রিকটি এসেছিল ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে। টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৯/৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলে হয়ে ২৫ বলে ২৭ রান করেন দিলারা আক্তার। ১৭ বলে ২১ রান করেন স্বর্ণা আক্তার। সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া নারী দল: ২০ ওভারে ১৬১/৮ (ওয়ারেহাম ৫৭, হ্যারিস ৪৭, পেরি ২৯; ফারিহা ৪/১৯, নাহিদা ২/২১, ফাহিমা ২/৩৪)। বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১০৩/৯ (দিলারা ২৭, স্বর্ণা ২১, ফাহিমা ১৫; মলিনু ৩/১০, গার্ডনার ৩/১৭, শুট ২/৩১) ফল: অস্ট্রেলিয়া ৫৮ রানে জয়ী