ফিলিস্তিনপন্থি আদনানের জয়


যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ব্র্যাকবার্নে লেবার পার্টির প্রার্থী কেট হলার্নকে হারিয়ে চমক দেখিয়েছেন ফিলিস্তিনপন্থি স্বতন্ত্র প্রার্থী আদনান হোসেইন। রাজনীতিতে নতুন আসা আদনান ভোট পেয়েছেন ১০ হাজার ৫১৮টি। আর পরাজিত প্রার্থী হলার্ন পেয়েছেন ১০ হাজার ৩৮৬ ভোট।অর্থাৎ, ১৩২ ভোটে হলার্নকে হারিয়ে দেন আদনান। গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে লেবার পার্টির অবস্থান নিয়ে দলটির অনেক ভোটারের মধ্যে মতনৈক্য ও অসন্তোষকেই আদনানের জয়ের কারণ বলে মনে করছেন অনেকে। শুক্রবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।ব্ল্যাকবার্ন আসনটিতে ৬৯ বছর ধরে প্রতিনিধিত্ব করছেন লেবার পার্টির আইনপ্রণেতারা। ৩৪ বছর বয়সি আদনান পেশায় আইনজীবী। নির্বাচনে গাজাপন্থি প্ল্যাটফরম থেকে দাঁড়ান তিনি। তাকে সমর্থন দেয় সাবেক লেবার কাউন্সিলরদের একটি দল।লেবার দলের গাজা নীতিকে ঘিরে দলটি থেকে সরে যান এই কাউন্সিলররা। গত জুনের মাঝামাঝি মিডল ইস্ট আইকে আদনান বলেছিলেন, সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তিনি আÍবিশ্বাসী।গাজা সম্পর্কে কথা বলতে গিয়ে আদনান বলেছিলেন, ‘আমি এই সম্প্রদায়ের মধ্যে বড় হয়েছি। আমি তাদের ভাষায় কথা বলি। আমি তাদের সংগ্রাম জানি।’তিনি আরও বলেন, ‘গাজা গুরুত্বপূর্ণ এবং এই কারণেই আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম। কিন্তু দারিদ্র্যও একটি বিশাল সমস্যা। এরই সঙ্গে স্বাস্থ্যসেবাও।’ এর আগে লেবার পার্টি হলার্নের পক্ষে ২০১৯ সালে ৬৪.৯ শতাংশ ভোট দিয়েছিলেন ভোটাররা। কিন্তু গাজায় ইসরাইলের যুদ্ধের জন্য পার্টির প্রাথমিক সমর্থনকে ভালোভাবে দেখা হয়নি। ফলে স্থানীয় ভোটারদের ৩৫ শতাংশ মুসলিম ভোটার এবারের নির্বাচনে তাকে সমর্থন করেননি। এর ফলে পরাজয়ের তালিকায় নাম উঠল অভিজ্ঞ এই প্রার্থীর।এদিকে ব্ল্যাকবার্নে লেবার প্রার্থী হারলেও নির্বাচনের আগে পরিচালিত জনমত জরিপ এবং বুথ-ফেরত জরিপই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কেয়ার স্টারমারের নেতৃত্বে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি।