বগুড়ায় হিরো আলমসহ ৪৫ জনের জামানত বাজেয়াপ্ত
অনলাইন নিউজ ডেক্স
বগুড়ায় মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় ৫৮ প্রার্থীর মধ্যে দুই এমপি ও আলোচিত হিরো আলমসহ ৪৫ জনের মনোনয়ন বাজেয়াপ্ত হয়েছে। বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান সোমবার বিকালে এ তথ্য দিয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত বগুড়ার সাতটি আসনের ৯৬৯ কেন্দ্রে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত ১১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতটি আসনের পাঁচটিতে নৌকা, একটিতে নৌকার বিদ্রোহী ও একটিতে ক্ষমতাসীনদের মিত্র জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে তিনটি আসনে নতুন মুখ এসেছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১২৪ কেন্দ্রে আওয়ামী লীগের সাহাদারা মান্নান এমপি (নৌকা) ৫১ হাজার ৪৯৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী তবলা মার্কার শাহাজাদী আলম লিপি পেয়েছেন, ৩৫ হাজার ৬৮৪ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ১১০ কেন্দ্রে জাতীয় শরিফুল ইসলাম জিন্নাহ এমপি (লাঙ্গল) ৩৬ হাজার ৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র (ট্রাক) প্রার্থী জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বিউটী বেগম পেয়েছেন, ৩৪ হাজার ২০৩ ভোট। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ১১৭ কেন্দ্রে নৌকার মনোনয়ন বঞ্চিত আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খাঁ মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী (ট্রাক) ৬৯ হাজার ৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম অপর স্বতন্ত্র (কাঁচি) অজয় কুমার সরকার পেয়েছেন, ২৩ হাজার ৮১৫ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১১৪ কেন্দ্রের ফলাফলে জাসদের একেএম রেজাউল করিম তানসেন এমপি নৌকা মার্কায় ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা ও সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা পেয়েছেন, ৪০ হাজার ৬১৮ ভোট। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ১৮৮ কেন্দ্রে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু (নৌকা) এক লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম ইসলামী ঐক্যজোটের (মিনার) নজরুল ইসলাম চার হাজার ১০৫ ভোট পেয়েছেন। বগুড়া-৬ (সদর) আসনে ১৪৪ কেন্দ্রে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি ৫৩ হাজার ২২৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ পেয়েছেন, ২২ হাজার ৮৪০ ভোট। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ১৭২ কেন্দ্রে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, বিএমএ সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন, ৯১ হাজার ২৯ ভোট। তার নিকটতম জাতীয় পার্টির (লাঙ্গল) এটিএম আমিনুল ইসলাম ছয় হাজার ৮০১ ভোট পেয়েছেন।
বগুড়া-১ আসনে জামানত হারানো সাত প্রার্থী হলেন: জাতীয় পার্টির গোলাম মোস্তফা বাবু (লাঙ্গল), তৃণমূল বিএনপির এনএম আবু জিহাদ (সোনালী আঁশ), বাংলাদেশ তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন (ফুলের মালা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ), জাসদের হাসান আকবর আফজাল (মশাল), স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক) ও স্বতন্ত্র (সাবেক বিএনপি) মো: শোকরানা (কেটলি)। বগুড়া-২ আসনে জামানাত হারানো পাঁচজন হলেন: বিএনএফের বরকত উল্লাহ (টেলিভিশন), তৃণমূল বিএনপির বজলুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মুনছুর রহমান শেখ (ডাব), স্বতন্ত্র (আ.লীগ) আকরাম হোসেন (কাঁচি) ও স্বতন্ত্র আল ফারাবী মো: নুরুল ইসলাম (বেঞ্চ)।
বগুড়া-৩ আসনে জামানত হারানো ১০ জন হলেন: ১২ জন বগুড়া-৩ আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার এমপি (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির আফরিনা পারভীন (একতারা), তৃণমূল বিএনপির আবদুল মোত্তালেব (সোনালী আঁশ), জাসদের আবদুল মালেক সরকার (মশাল), বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন মন্ডল (ডাব), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের রফিকুল ইসলাম সরদার (নোঙ্গর), স্বতন্ত্র (আ.লীগ) ফেরদৌস স্বাধীন ফিরোজ (ঈগল), স্বতন্ত্র আফজাল হোসেন (ফুলকপি), স্বতন্ত্র জাকরিয়া হোসেন (আলমিরা) ও স্বতন্ত্র নজরুল ইসলাম (কেটলি)।
বগুড়া-৪ আসনে জামানত হারারো চারজন হলেন: বাংলাদেশ কংগ্রেসের আশরাফুল হোসেন আলম (ডাব), জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল), গণতন্ত্রী পার্টির মনজুরুল ইসলাম (কবুতর) ও স্বতন্ত্র (আ.লীগ) মোশফিকুর রহমান (ট্রাক)। বগুড়া-৫ আসনে জামানত হারানো চারজন হলেন: জাসদের রাসেল মাহমুদ (মশাল), বিএনএফের আলী আসলাম হোসেন রাসেল (টেলিভিশন), ইসলামী ঐক্য জোটের নজরুল ইসলাম (মিনার) ও বাংলাদেশ কংগ্রেসের মামুনার রশিদ (ডাব)। বগুড়া-৬ আসনে জামানত হারানো তিনজন হলেন: জাতীয় পার্টির আজিজ আহম্মেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস্ পার্টির শহিদুল ইসলাম (আম) ও স্বতন্ত্র সৈয়দ কবির আহম্মেদ (ঈগল)।
বগুড়া-৭ আসনে জামানাত হারানো ১২ জন হলেন: জাতীয় পার্টির এটিএম আমিনুল ইসলাম (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মেহেরুল আলম মিশু (ডাব), জাসদের আবদুর রাজ্জাক (মশাল), জাতীয় পার্টির (জেপি) আবদুল মজিদ (বাই-সাইকেল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এনামুল হক (ছড়ি), ন্যাশনাল পিপলস্ পার্টির ফজলুল হক (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো: রনি (নোঙ্গর), স্বতন্ত্র নজরুল ইসলাম (কেটলি), স্বতন্ত্র নজরুল ইসলাম মিলন (কাঁচি), স্বতন্ত্র রেজাউল করিম বাবলু এমপি (ট্রাক), স্বতন্ত্র আমজাদ হোসেন (চার্জার লাইট) ও স্বতন্ত্র (সাবেক বিএনপি) সরকার বাদল (ঈগল)।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।