বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর।
সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এ নিয়ে টানা তিন বছর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। ২০২১ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা। ২০২২ সালে দুই দফা নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথমে টেস্ট পরে দ্বিতীয় দফায় গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলে।
এদিকে অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে একটি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা আছে নিউজিল্যান্ডের। সেটি এখনো নিশ্চিত না হলেও বিশ্বকাপের পর দুটি টেস্ট ম্যাচের সিরিজ আছে এফটিপিতে।
ওয়ানডে সিরিজ
১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে,ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল, ডানেডিন।
২০ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে,স্যাক্সটন ওভাল, নেলসন।
২৩ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার।
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি, ২৭ ডিসেম্বর, ম্যাকলিন পার্ক, নেপিয়ার।
দ্বিতীয় টি-টোয়েন্টি, ২৯ ডিসেম্বর, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই।
তৃতীয় টি-টোয়েন্টি, ৩১ ডিসেম্বর, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।