বাধ্যতামূলক অবসরে চার জেলার কারা তত্ত্বাবধায়ক
অনলাইন নিউজ ডেক্স
চার জেলার চার কারা তত্ত্বাবধায়ককে একযোগ অবসরে পাঠানো হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কারা তত্ত্বাবধায়করা হলেন- মানিকগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মকলেছুর রহমান, হবিগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. নেছার আলম ও শরীয়তপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ।
রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার সিনিয়র সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো এই চার কারা কর্মকর্তা সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।