তিতাসে নদী খননের

বালু বিক্রির মহা উৎসব

অভিযোগ দেওয়ার পরে বন্ধ হয় নাই বালু বিক্রি


কুমিল্লার তিতাসের মাছিমপুর গ্রামের নদী খননের নামে চলছে বালু ও মাটি বিক্রির মহা উৎসব। মাটি বিক্রির বিরুদ্ধে অভিযোগ দেয়ার পরও মাটি বিক্রি বন্ধ হচ্ছে না বলে এমন অভিযোগ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার। অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর ব্রীজ থেকে জয়পুর ব্রীজ এরিয়া পর্যন্ত নদী খননের নামে মাটি ও বালু উত্তোলন করে অবৈধ ভাবে নদীর মাটি বিক্রি করছে একটি অসাধু সেন্ডিকেট।অবৈধ ভাবে নদীর মাটি বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত ২১/০৫/২০২৩ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার। অভিযোগ সূত্রে যানা যায় মাছিমপুর ব্রীজ হতে জয়পুর ব্রীজ এরিয়া পর্যন্ত নদীটি কলাকান্দি ইউপির অন্তগত। উক্ত নদীতে বর্তমানে খননকাজ চলমান রয়েছে। নদী খননের বালু ও মাটি নদীর দুই পারে অথবা যেই কোন একযাগায় রাখার কথা থাকলে ও সরজমিনে দেখা যায় ৭ থেকে ৮ টাকা ফুট দরে বালু বিক্রির কারণে এতে করে নদীর পাড় হুমকির সম্মুখীন হচ্ছে। বালু বিক্রির মহা উৎসব মেতে উঠছে কলাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুল্লা বাহার সহ আরো অনেকই। অবৈধ ভাবে নদীর মাটি বিক্রয় করায় সরকার হারাচ্ছে রাজস্ব। অভিযুক্ত হাবিবুল্লাহ বাহারের মোবাইল ফোনে একাদিক বার কল করা হলে তিনি কল রিসিভ না করায় তাহার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।