বিএনপির বিরুদ্ধে জয়ের অভিযোগ
অনলাইন নিউজ ডেক্স
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, অগণতান্ত্রিক উপায়ে নির্বাচনে জয়লাভ করতে ২০০৬ সালে বিএনপি-জামায়াত গোষ্ঠী ১ কোটি ২৩ লাখ মানুষের ভুয়া নাম যুক্ত করে ভোটার তালিকা তৈরি করেছিল। খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি জনগণের তীব্র ঘৃণা সৃষ্টি হওয়ায় ভুয়া ভোটার তালিকা করে তারা জয়লাভ করতে চেয়েছিল।
সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা তথ্যচিত্রের মাধ্যমে জয় এসব তথ্য জানান। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে জয় লেখেন, ২০০১-২০০৬ পর্যন্ত দেশের সর্বস্তরের মানুষের ওপর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ, দুর্নীতি করে মানুষের জীবন দুর্বিষহ করে তোলে বিএনপি-জামায়াত জোট। এমনকি তাদের এ পাঁচ বছরের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়। ফলে খালেদা জিয়া ও তারেক রহমানের বাহিনীর প্রতি জনমনে তীব্র ঘৃণাবোধ সৃষ্টি হয়।
তথ্যচিত্রে তৎকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের খণ্ডাংশ দেখিয়ে বলা হয়, ২০০১ সালে ইতিহাসের ভয়াবহ সহিংস নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি-জামায়াত জোট। এরপর ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে দেশজুড়ে লুটপাট ও হত্যাযজ্ঞ, সাংবাদিক-বুদ্ধিজীবী হত্যা, নারী এবং শিশু নির্যাতন ও হত্যা, চাঁদাবাজি, দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তোলে তারা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।