বিএনপি নেতাকে পাশে বসিয়ে যে বার্তা দিলেন চরমোনাই পির
অনলাইন নিউজ ডেক্স
বিএনপি ও বিরোধী দলীয় নেতাদের পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করেছেন চরমোনাই পির ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, বর্তমান সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। এ প্রতিষ্ঠানগুলোর প্রধানের বক্তব্য আর দলীয় নেতার বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। বর্তমানে দেশে সংকট বহুমূখী। যা অতীতের যেকোনো সংকটের চেয়ে ভয়াবহ। এর কেন্দ্রে রয়েছে রাজনৈতিক সংকট। সঙ্গে আছে নির্বাচন নিয়ে বৈশ্বিক সংকট।
বুধবার রাজধানীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সৈয়দ রেজাউল করীম বলেন, এ সরকার যেসব অনিয়ম করেছে তা নিম্নতর স্বৈরাচার সরকার ছাড়া করে না। নজিরবিহীন ঘটনা ঘটিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ সরকার। বিশেষ করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এ সরকার যে সৃষ্টিশীলতা দেখিয়েছে তা নজিরবিহীন। ২০১৪ সালে বিনা ভোটে, ২০১৮ সালে রাতের ভোটে আর ২০২৪ সালে কৃত্রিম প্রার্থী দিয়ে নির্বাচন করেছে এ সরকার। নির্বাচন ব্যবস্থাকে বাতিল করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে এ সরকার।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ১২ দলীয় জোট নেতা আহসান হাবিব লিংকন প্রমুখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।