বিএনপি নেতা ইশরাকের মুক্তির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ
অনলাইন নিউজ ডেক্স
বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার (২০ মে) রাজধানীর গোপিবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেন পুরান ঢাকার বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি গোপিবাগ এলাকা থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড় হয়ে টিকাটুলি, অভয় দাস লেন, আর কে মিশন রোড প্রদক্ষিণ শেষে আবার গোপিবাগে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাব্বির আহম্মেদ আরেফ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভুইয়া, মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাবেল শিকদার, গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, ওয়ারী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএস হোসেন টমাস, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টুসহ ওয়ার্ড বিএনপি ও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
একই দাবিতে মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। মিছিলটি ব্রাদার্স ক্লাব হয়ে গোপিবাগ রেলগেটে গিয়ে শেষ হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আব্দুর রহিম ভূইয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল থেকে ঢাকা দক্ষিণের বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার হোসেনের মুক্তি দাবি করা হয়।
এছাড়াও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে যাত্রাবাড়ী নবি টাওয়ারের সামনে থেকে কাজলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে যাত্রাবাড়ী থানা বিএনপি। এসময় মিছিল থেকে অনতিবিলম্বে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করেন নেতাকর্মীরা। এসময় যাত্রাবাড়ী থানার ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল ভুইয়া তুহিন, সহ-সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, যুবদল সভাপতি নূরুল আমিন পায়েল উপস্থিত ছিলে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।