বিমানবন্দরে চরম ভোগান্তিতে হাথুরুসিংহে
অনলাইন নিউজ ডেক্স
এশিয়া কাপের আগে আর কোনো ম্যাচ নেই। তাই লম্বা ছুটি পেয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা। আগামী সোমবার কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে।
যদিও এই বিরতিতে সবাই বসে নেই। সাকিব আল হাসান ও লিটন দাস কানাডায় গেছেন গ্লোবাল টি–টোয়েন্টি লিগ খেলতে। মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ আছেন জিম্বাবুয়েতে, খেলছেন জিম আফ্রো টি–১০ লিগে।
বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য ছুটির সময়টা পরিবারকেই দিয়েছেন। ৫৪ বছর বয়সি লংকান কোচের পরিবার অস্ট্রেলিয়ায় থাকে। ছুটি কাটাতে হাথুরু সেখানেই গেছেন। কিন্তু বিমানবন্দরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাকে।
ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসের ফ্লাইটে উঠতে গিয়ে দুর্ভোগের শুরু হাথুরুর। উড়াল দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্লাইট বাতিল হয়। এসব ক্ষেত্রে সাধারণত বিকল্প ফ্লাইটের ব্যবস্থা থাকে। বহরের আকার অনুযায়ী ভার্জিন অস্ট্রেলিয়া দেশটির সর্ববৃহৎ বিমান সংস্থা হলেও তারা সে ব্যবস্থা করেনি।
দীর্ঘ অপেক্ষার শেষে পর দিন ফ্লাইট পেয়েছেন হাথুরু। তবে এবারও যথারীতি দেরি! শেষ পর্যন্ত যাত্রাসম্পন্ন হয়েছে ঠিকই। কিন্তু হারিয়ে ফেলেছেন নিজের ব্যাগ।
সেই দুর্ভোগের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন হাথুরু। লিখেছেন— ‘ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসে সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো। উড্ডয়নের কয়েক ঘণ্টা আগে ফ্লাইট বাতিল করা হয়েছে। একই দিনে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি। অবশেষে পর দিন বিমানে উঠতে পারলাম, সেটিও অনেক দেরিতে ছেড়েছে। ভ্রমণের শেষটা হয়েছে ব্যাগ হারিয়ে...।’
বিমানে হাথুরুর গন্তব্য কোথায় ছিল, সে ব্যাপারে কিছু লিখেননি। ছুটি কাটিয়ে দ্রুতই ঢাকায় ফিরবেন তিনি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।