বিয়ের আনন্দে গুলি ছুড়ে পলাতক নববধূ
অনলাইন নিউজ ডেক্স
বিয়ের আসরে বসে একে একে চারটি ফাঁকা গুলি ছুড়লেন কনে। পাশে বসে সেই উদ্যাপন উপভোগ করলেন বরও। তবে আনন্দের সে ক্ষণটিকে এভাবে উদ্যাপন করতে গিয়ে ফেঁসে গেছেন সে নববধূ। ভারতীয় আইনে শাস্তিযোগ্য এমন কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য খুঁজে বেড়াচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
ভারতীয় আইন অনুযায়ী, তাড়াহুড়া বা অসতর্কভাবে কিংবা উদ্যাপনমূলক গুলি ছুড়তে কেউ যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, এর মাধ্যমে অন্যদের বিপদের মুখে ঠেলে দেয়, তাদের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা একসঙ্গে দুটিই হতে পারে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিয়ের আসরে বরের পাশে বসে উত্তর প্রদেশের ওই নারী ফাঁকা গুলি ছুড়ছেন।
স্থানীয় পুলিশ বলছে, ওই নারীর বিরুদ্ধে মামলা করা হবে। ঘটনার পর থেকে সে নারী পালিয়ে বেড়াচ্ছেন।
২০১৬ সালে উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌর এক আদালতের আদেশে বলা হয়েছিল, পুলিশের কাছে অভিযোগ দায়ের হোক বা না হোক, প্রতিটি উদ্যাপনমূলক গুলি ছোড়ার ঘটনারই তদন্ত হওয়া উচিত।
গত সপ্তাহে মহারাষ্ট্র রাজ্যে বিয়ের আসরের এমন একটি ছবি বেশ ভাইরাল হয়। এতে দেখা যায়, বিয়ের আসরে দুজন দুজনের পিঠে ঠেকে দাঁড়িয়ে স্পার্কল গান থেকে গুলি ছোড়ার সময় স্ফুলিঙ্গ কনের মুখে এসে লাগে। এতে তাঁর মুখ ঝলেস যায়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।