বিশ্বকাপের সেমিফাইনালে উঠতেই আফগানিস্তানে বাঁধভাঙা উল্লাস


গতকাল বাংলাদেশ দলকে ৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালে উঠে গেলে আফগানিস্তান ক্রিকেট দল। আফগানদের ৮ রানের জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেস্তে গেল অস্ট্রেলিয়া ও বাংলাদেশের। আফগানিস্তানকে ১১৫ রানে থামানোর পর সেমিফাইনালে খেলার জন্য বাংলাদেশ লক্ষ্য ছিল ৭৩ বলে ১১৬ রান। ১২.১ ওভারে এই রান করতে পারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল চলে যেত টাইগাররা। বাংলাদেশ যদি আজ কোনো মতো জয়ও পেত তাহলে লাভ হতো অস্ট্রেলিয়ার। তারা রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে যেত। কিন্তু টাইগারদের ৮ রানের পরাজয়ে ভাগ্য প্রসন্ন হলো আফগানদের। অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে বিদায় করে সেমিতে চলে গেল রশিদ খানরা। আইসিসির কোনো টুর্নামেন্টে এই প্রথম সেমিফাইনালে উঠল আফগানরা। রশিদ খান, নাভিন উল হক ও মোহাম্মদ নবিদের দারুণ পারফরম্যান্সে পুরো আফগানিস্তান জুড়েই আনন্দে মাতোয়ারা দেশটির ক্রিকেটপ্রেমিরা। তারা রাস্তায় নেমে উল্লাস করেন। শুধু তাই নয়, বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করার পর রশিদ খানের সঙ্গে ভিডিও কলে শুভেচ্ছা জানান তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ঐতিহাসিক জয়ের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরা ঘরের লোকদের খুশি করতে চেয়েছি। সবাই এটার জন্য কঠোর পরিশ্রম করেছে। আফগানিস্তানে এখন দারুণ উৎসব চলছে। আমাদের জন্যও এটা অনেক বড় অর্জন। আমার বলার ভাষা নেই যে আফগানিস্তানে এখন কতবড় উৎসব চলছে।’