বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ম্যাচ সেরা, যা বললেন জাম্পা


টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে। টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টানা তিন ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার আগেই সুপার এইটে খেলা নিশ্চিত করে। আসরের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ৩৯ রানের জয় পায় অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ৩৬ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরা হন মার্কাস স্টয়নিস। এরপর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ২০১ রানের পাহাড় গড়ে ৩৬ রানে জয় পায় অস্ট্রেলিয়া। দলের দ্বিতীয় জয়ের ম্যাচে ইংল্যান্ডের দুই তারকা ওপেনার ফিল স্লট ও জস বাটলারকে আউট করে ম্যাচ সেরা হন অ্যাডাম জাম্পা। বাংলাদেশ সময় আজ বুধবার সকালে নামিবিয়াকে ৭২ রানে গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের দাপুটে জয় লাভ করে অস্ট্রেলিয়া। দলের জয়ে ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন অ্যাডাম জাম্পা। টানা তিন ম্যাচে ওমান, নামিবিয়া ও ইংল্যান্ডকে হারিয়ে সবার আগেই সুপার এইটে খেলা নিশ্চিত করে অস্ট্রেলিয়া। বুধবার খেলা শেষে অ্যাডাম জাম্পা বলেন, আজ জিতে আমরা সুপার এইটে কোয়ালিফাই করেছি। এটা আমাদের জন্য দারুণ অনুভূতি। আমরা জানি এই উইকেটে খেলা কঠিন। আমরা সেভাবেই পরিকল্পনা করে এগুচ্ছি। আমরা আমাদের পারফরম্যান্সে খুশি, ট্রফি জয়ের পথে এটি আমাদের প্রথম পদক্ষেপ।