‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলা সব সময় চ্যালেঞ্জিং’


ক্রিকেট বিশ্বের এই সময়ের সবচেয়ে প্রভাবশালী তিন দল হলো-ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই তিন দলের বিপক্ষে খুব বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায় না বাংলাদেশ। ২০১৭ সাল থেকে ভারত এ নিয়ে তৃতীয়বারের মতো তাদের মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ায় ২০০৩ সাল ও ইংল্যান্ডে ২০১০ সালের পর আর কোনো টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ে ভারতের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজ শুরুর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে পারলে আমরা উৎসাহিত হই। যেমন ভারত সফরে এসে ভারতের বিপক্ষে খেলা। এখনকার দিনে ক্রিকেটে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সেরাদের বিপক্ষে খেলা সব সময় আপনাকে এই অনুভূতি দেয় যে, আপনি একজন ক্রীড়াবিদ হিসেবে কোথায় দাঁড়িয়ে আছেন। আমরা এখন সেই চ্যালেঞ্জের দিকেই তাকিয়ে।’