বেগুন মার্কায় ভোট চাইলেন ইমরান খানের সমর্থক
অনলাইন নিউজ ডেক্স
আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় নির্বাচন। নানা কারণে এটিকে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচনা করা হচ্ছে। আবার নির্বাচন নিয়ে বিভিন্ন বিতর্কও রয়েছে। অর্থাৎ রাজনীতির মাঠে নানা বিতর্কিত দৃশ্যপট, আদালতের লড়াই এবং লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা- ইত্যাদি অভিযোগ ও বিশৃঙ্খলার মধ্যেই দেশটিতে হতে যাচ্ছে নির্বাচন।
সামরিক বাহিনীর ছত্রচ্ছায়ায় অবমাননাকর ও উদ্ভট প্রতীক বরাদ্দের মাধ্যমে কর্তৃপক্ষ তাদের প্রচারণা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন অনেক প্রার্থী।
এমনই এক প্রার্থী ইসলামাবাদের স্বতন্ত্র প্রার্থী আমির মুগল। নির্বাচনি প্রচারে হাতে আস্ত বেগুন নিয়ে ভোটারদের সমর্থন চাইছেন তিনি।
মূলত তিনি জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক৷ তার তেহরিক-ই-ইনসাফ দল বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে নিজস্ব ক্রিকেট ব্যাট মার্কায় ভোট চাইতে পারছে না৷ ফলে দলের প্রার্থী ও সমর্থকরা বাধ্য হয়ে নির্দলীয় প্রার্থী হিসেবে আসরে নেমেছেন৷ নির্বাচন কমিশনই তাদের শাকসবজির মতো বিভিন্ন চিহ্ন বরাদ্দ করে দিয়েছে৷
কিছু প্রার্থী সেগুলোকে ‘অপমানজনক\' হিসেবে বর্ণনা করে ক্ষোভ প্রকাশ করেছেন৷ তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে ‘নিরপেক্ষ\' প্রশাসনও তাদের ঠিকমতো নির্বাচনি প্রচার করতে দিচ্ছে না বলে অভিযোগ উঠছে৷
জাতিসংঘের মানবাধিকার সংগঠনও ইমরান খানের দলের সদস্যদের বিরুদ্ধে পাকিস্তানের কর্তৃপক্ষের ‘হয়রানির প্যাটার্ন\' সম্পর্কে সতর্ক করে দিয়েছে৷ সংগঠনের শীর্ষ কর্মকর্তা পাকিস্তানে মুক্ত ও অবাধ নির্বাচনি প্রক্রিয়া নিশ্চিত করার আবেদন জানিয়েছেন৷
পাকিস্তানের কর্তৃপক্ষ অবশ্য যাবতীয় অনিয়মের অভিযোগ অস্বীকার করছে৷ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ করে নির্বাচনের উপর নজর রাখার সুযোগ করে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংগঠন পাকিস্তানের কর্তৃপক্ষের উদ্দেশ্যে ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি না করার ডাক দিয়েছে৷
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।