বেনাপোলে মাদক ও ভারতীয় ক্রীমসহ ৩ চোরাকারবারী গ্রেফতার
মো: সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেনসিডিসহ ফারজানা (৩৫) নামে ১নারী মাদক ব্যবসায়ী ও ১৭০০ পিচ ভারতীয় ক্রীম সহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নারী মাদক ব্যবসায়ী ফারজানা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আইনথা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হাই এর মেয়ে এবং বেনাপোল ভবেরবেড় গ্রামের মৃত আলতাব গাজীর ছেলে আল আমিন গাজী (৩০) ও শাহিন হোসেনের ছেলে তুষার হোসেন (২৫)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে দুইটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।