বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করলেন- নৌ-পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
মো: সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হলো দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল।
বন্দর ব্যবহারকারিদের দীর্ঘ প্রতিক্ষার পর বৃহস্পতিবার বেলা ১১টার সময় প্রকল্পটির উদ্বোধন করেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।
বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন ও বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে বন্দর অডিটরিয়ামে কর্মকর্তা-কর্মচারি ও বন্দর ব্যবহারকারীদের সাথে মত বিনিময় সভা করেন মাননীয় উপদেষ্টা।
এটি চালু হওয়ার ফলে বন্দরে দীর্ঘদিনের পণ্যজট ও যানজট কমে যাবে। বাণিজ্যে গতিশীলতা বাড়বে। বন্দরে আসা ট্রাকের মালামাল দ্রুত লোড-আনলোডের পাশাপাশি একদিকে যেমন পণ্যজট ও যানজট কমবে, সেইসঙ্গে রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করেন বন্দর ব্যবসায়ীরা।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রকল্পটির কাজ শুরু হয়। বাস্তবায়নে মোট ব্যয় হয় ৩২৯ কোটি টাকা। কার্গো ভেহিক্যাল টার্মিনালে পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, বন্দর সেবা ভবন, ইউটিলিটি ভবন, ফায়ার স্টেশন, ওয়েব্রিজ স্কেল, আধুনিক শৌচাগার কমপ্লেক্স, চিকিৎসা, রান্না ও বিশ্রামের ব্যবস্থাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে। টার্মিনাল অভ্যান্তরে ১৫শ’ পণ্যবাহী ট্রাক রাখার ধারণক্ষমতা থাকছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।